Posts

Showing posts from June, 2021

মুসলিম ও অ-মুসলিমদের মধ্যে ঈর্ষা, দ্বেষ, হিংসা, জিহাদ সৃষ্টি করা কুরাণের আয়াতগুলি

Image
কুরাণের সেই আয়াতগুলি যেগুলো মুসলিম ও অ-মুসলিমদের মধ্যে ঈর্ষা , দ্বেষ , হিংসা , জিহাদ এবং ঘৃণা ছড়ায় । এই আয়াতগুলি বাংলাদেশ সরকারের মিনিষ্ট্রি অফ রিলিজিয়াস এফেয়ার এর দ্বারা প্রকাশিত আল কুরাণ ও ভারতে প্রচারিত হাফেজ মুনির উদ্দিন আহমেদের বাংলা অনুবাদিত কুরাণ শরীফ থেকে নেওয়া । মূল বিষয় শুরু করার পূর্বে একটি গুরুত্বপূর্ণ তথ্য হল এই যে ইসলামিক গ্রন্থে অমুসলিমদের কাফির, মুশরিক নামে ও মুসলিমদের মুমিন, ঈমানদার নামে শনাক্ত করা হয়েছে । ☆ অমুসলিমদের সাথে লড়াই করো ত তাদের হত্যা করোঃ-  ১) অতপর যখন (এ) নিষিদ্ধ চার মাস অতিবাহিত হয়ে যাবে, তখন মােশরেকদের তােমরা যেখানে পাবে সেখানেই তাদের হত্যা করবে, তাদের বন্দী করবে, তাদের অবরােধ করবে এবং তাদের (ধরার) জন্যে তােমরা প্রতিটি ঘাঁটিতে ওঁৎ পেতে বসে থাকবে, তবে এরপরও তারা যদি তাওবা করে (দ্বীনের পথে ফিরে আসে তাহলে তােমরা তাদের পথ ছেড়ে দাও; অবশ্যই আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও বড়াে দয়াময় । (কুরাণ শরীফ 9:5 ) ২) হে মু'মিনগণ! কাফিরদের মধ্যে যাহারা তােমাদের নিকটবর্তী তাহাদের সঙ্গে যুদ্ধ কর এবং উহারা যেন তােমাদের মধ্যে কঠোরতা দেখিতে পায়। জানিয়া রাখ, আল্ল